নিউইয়র্ক , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ অধ্যাপক সিরাজুল হক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত বিনিময় নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশীর বাড়ীতে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু, আহত আরও ৪ জন ‘বাংলাদেশ সোসাইটি’র নতুন ট্রাস্টি বোর্ড গঠন মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয় পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব : অপু বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে রাজনৈতিক সংলাপ নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে মিয়ানমার ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক : আলোচনা হলো কী নিয়ে ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়াল ভারত গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে যা বললেন পরীমণি নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে : এএফপি চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগষ্ট নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড  ১৩ এপ্রিল : গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ

নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায়

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৫ ১২:৫৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৫ ১২:৫৬:৩৮ পূর্বাহ্ন
নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায়
পবিত্র শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় আগামী ৩০ মার্চ রোববার অথবা ৩১ মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। নিউইয়র্কের ঈদের জামাত কখন-কোথায়: ** জ্যামাইকা মুসলিম সেন্টার: জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে (৮৫-৩৭, ১৬৮ স্ট্রীট জ্যামাইকা) পরপর চারটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের একটি জামাত হবে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে (১৬৮ ষ্ট্রিট এবং ৮৪ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) সকাল ১০টায়। ** মদিনা মসজিদ: ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত হবে মসজিদ সংলগ্ন পার্কে সকাল ৯টায়।  ** আরাফা ইসলামিক সেন্টার ঃ জ্যামাইকার আরাফা ইসলামিক সেন্টার মসজিদে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদের ৪টি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়। এর পর আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নিজস্ব জায়নামাজ সাথে আনতে হবে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে বলে জানান মসজিদের সেক্রেটারি তরিকুল ইসলাম। ** মসজিদ মিশন সেন্টার: জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারে (হাজী ক্যাম্প মসজিদ) ঈদের ৩টি জামাত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়। ** মসজিদ-আর-রাইয়ান: মসজিদ-আর-রাইয়ান এ (১৯৬-৪৩ ফুটহিল এভিনিউ, হলিসউড, নিউইয়র্ক ১১৪২৩) ঈদুল ফিতরের দুটি জামাত যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ** দারুস সালাম মসজিদ: জ্যামাইকার  দারুস সালাম মসজিদে (১৪৮-১৬, ৮৭ রোড, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫)ঃ ঈদের ৪টি জামাত অনিুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া অন্যান্য জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ** আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি): আমেরিকান মুসলিম সেন্টার-এর উদ্যোগে ঈদুল ফিতরের তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টায়, ৮টায় ও ৯টায়। এছাড়াও স্থানীয় রুফজ কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩৫) দু’টি জামাত হবে যথাক্রমে সকাল ১০টায় ও ১১টায়। মাঠে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে। ** আল কুবা ইসলামিক সেন্টার: আল কুবা ইসলামিক সেন্টারের উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুল মাঠে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। বৃষ্টি হলে মসজিদের ভিতরে ঈদের ৩টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাকাল সাড়ে ৯টায়। ** উডসাইড মসজিদ: উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে মোট তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় এবং সকাঠ ১০টায়। শেষ জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ** মুনা সেন্টার সেন্টার অব নিউইয়র্ক (এমসিএনওয়াই): ব্রুকলীনের মুনা সেন্টার অব নিউইয়র্কে (৮০-৫০ পিটকিন এভিনিউ) ঈদের একটি জামাত হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন মাওলানা আহমদ আবু উবায়দা। ** জ্যাকসন হাইটস মুনা: জ্যাকসন হাইটসে মুনা মসজিদ আলনামিয়ার উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৮টায় মসজিদ সংলগ্œ স্ট্রীটে। বৃষ্টি হলে মসজিদ ভবনে ঈদের ২টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায়।  ** মসজিদ আবু হুরায়রা: মসজিদ আবু হুরায়রা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হবে মসজিদ সংলগ্ন রাস্তায় সকাল ৯টায়। বৃষ্টি হলে মসজিদের ভিতরে ঈদের জামাত হবে ৩টি জামাত হবে। ** বায়তুল মামুর মসজিদ: ইউক্লিড এভিনিউতে অবস্থিত বায়তুল মামুর মসজিদের উদ্যোগে ঈদের জামাত হবে সকাল ৮টায়।  ** আল ফোরকান মসজিদ: আল ফোরকান মসজিদের উদ্যোগে ঈদের ২টি জামাত হবে সকাল ৮টা ও সকাল ৯টায়।  ** এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ: এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলমিক সেন্টার গতবারের মতো এবারও এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে ঈদের ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদ ভবনে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। নামাজীদের জায়নামাজ সাথে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।  ** নিউইয়র্ক ঈদগাহ: জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। প্রতি এক ঘণ্টা পরপর ঈদের এই জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা হবে বলে জানান মাওলানা কাজী কাইয়্যূম। ** ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ: ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত হবে সকাল ৯টায়। বৃষ্টি হলে মসজিদের ভিতরে দুটি জামাত হবে সকাল ৮টা ও সকাল ৯টায়।  ** পার্কচেষ্টার জামে মসজিদ: ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় ও সকাল সাড়ে ৯টায়। ** বাংলাবাজার জামে মসজিদ: বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় পিএস ১০৬ এর প্লে গ্রাউন্ডে যথাক্রমে সকাল ৮টায় ও পৌনে ৯টায়। ** ফুলতলী জামে মসজিদ: ওজনপার্কের ফুলতলী জামে মসজিদের উদ্যোগে একটি ঈদের জামাত হবে সকাল সোয়া ৮টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরে ৩টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল সাড়ে ৯টায়। ** বায়তুল জান্নাহ জামে মসজিদ: ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সকাল ৯টায় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউর খোলা রাস্তায় ঈদের জামাত আয়োজন করা হবে। বৃষ্টি হলে মসজিদ ভবনে ঈদের জামাত হবে ৫টি আধ ঘন্টা পরপর। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়।

নিউজটি আপডেট করেছেন : Community TV

কমেন্ট বক্স
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ

পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ