বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশী-আমেরিকান মিসবাহ মাহমুদের বাড়ীতে অন্য কমিউনিটির মানুষ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই ঘটনায় কমিউনিটিতে নানা কথা শুনা যাচ্ছে এবং মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আহত মিসবাহ মাহমুদ বাংলাদেশী-আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ)-এর বোর্ড সদস্য। তার সুস্থ্যতায় কমিউনিটি নেতৃবৃন্দ সবার দোয়া কামনা করেছেন বাগ-এর সভাপতি জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, ইস্টার সানডের শুরুতেই শনিবার দিবাগত মধ্যরাত রাত ১টা ৪০ মিনিটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ৮৭-২৫ চেভি চেজ স্ট্রিটের বাড়ীটিতে অগ্নিকান্ডের সাথে সাথে ৯১১-এ খবর পেয়ে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌছে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। মৃত তিন পুরুষের বয়স ৪৫, ৫২ ও ৬৭ বছর। তাদের নাম পরচিয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে ৩ জনকে স্থানীয় জ্যামাইকা হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

