নিউইয়র্ক , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ অধ্যাপক সিরাজুল হক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত বিনিময় নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশীর বাড়ীতে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু, আহত আরও ৪ জন ‘বাংলাদেশ সোসাইটি’র নতুন ট্রাস্টি বোর্ড গঠন মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয় পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব : অপু বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে রাজনৈতিক সংলাপ নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে মিয়ানমার ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক : আলোচনা হলো কী নিয়ে ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়াল ভারত গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে যা বললেন পরীমণি নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে : এএফপি চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগষ্ট নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড  ১৩ এপ্রিল : গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ
সর্বত্রই উৎসবের আমেজ : জেএমসি’র উদ্যোগে সর্ববৃহৎ ঈদের জামাত

নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০২:১৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০২:১৬:২৮ পূর্বাহ্ন
নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার (৩০ মার্চ) নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদী আরবের ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়। তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না দেখা-কে কেন্দ্র করে নিউইয়র্কের কোন কোন স্থানে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষ্যে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদ উদযাপনের মূল অনুষ্ঠান ঈদের জামাতে ছিলো সর্বস্তরের নর-নারীর অংশগ্রহন। মেঘলা আবহাওয়া আর ঠান্ডার মধ্যে ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম সপরিবারে বিভিন্ন ঈদের জামাতে অংশ নেন। জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুল মাঠে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে ১০/১২ হাজার নর-নারী ঈদের জামাতে অংশ নেন বলে সংশ্লিস্টরা দাবী করেন। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনীদের জন্য দোয়া করা হয়। 
উল্লেখ্য, সিটির ওজন পার্কের আল আমান মসজিদে রোববার ও সোমবার দু’দিনই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও হাতেগোনা কয়েকটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে কোন কোন স্থানে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। খবর ইউএনএ’র।  
দীর্ঘ একমাস সিয়াম সাধনা অর্থাৎ রোজা রাখার মাধ্যম্যে মহান সৃষ্টিকর্তা আল্লাতায়ালার নৈকট্য লাভের প্রত্যাশার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। মেঘলা আবহাওয়া আর ঠান্ডা উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটির শিশু-কিশোর সহ বয়োবৃদ্ধরাও রং বে রং এর নতুন পোশাক পড়ে সপরিবারে বিভিন্ন ঈদের জামাতগুলোতে অংশ নেন। অর্ধ শতাধিক মসজিদ আর ইসলামিক সেন্টার ছাড়াও খোলা মাঠে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। 
নিউইয়র্কে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার - জেএমসি’র উদ্যোগে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে। এই জামাতে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনালের মোহাম্মদ নাজমুল হুদা সহ হাজার হাজার শিশু-কিশোর-কিশোরী, নর-নারী এবং বয়োবৃদ্ধরাও অংশ নেন। এতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। ঈদের জামাতের আগে মূলধারার রাজনীতিক ও অফিসিয়ালদের মধ্যে ষ্টেট সিনেটর জন সি ল্যু, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন ও জোহরান মামদানী, নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুম্মানী উইলিয়ামস, বাংলাদেশী-আমেরিকান জাজ সোমা সাঈদ, জেএমসি’র ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান, সভাপতি ডা. মোহাম্মদ এম রহমান তুহিন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী আফতাব মান্নান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 
মুনা সেন্টার অব আমেরিকার উদ্যোগে ওজনপার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ নিজস্ব ভবনে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মওলানা আবু উবায়দা। দুই হাজারোধিক নর-নারী এতে ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে ব্রুকলীন ডিষ্ট্রিক্ট এটর্নী এরিক গাঞ্জালা শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
নিউইয়র্কের হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়। এতে শত শত নর-নারী পরিবার-পরিজন নিয়ে ঈদের নামাজ আদায় করেন। 
এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রীটের উপর খোলা রাস্তায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন মওলানা মওলানা লুৎফফর রহমান চৌধুরী। ঈদ জামাতের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি শাহাব উদ্দিন ও সেক্রেটারী আমীর হোসেন। এই জামাতেও শত শত নর-নারী জামাতে অংশ নেন। 
এদিকে নিউজার্সীর ষ্টেটের প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসের আয়োজনে স্থানীয় পাবলিক স্কুল ৫এর পারকিং লটে খোলা মাঠে ঈদের বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী। ঈদ জামাতের আগে প্যাটারসন সিটি মেয়র এন্দ্রে সায়া ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম খান ও সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী প্রমুখ।
এছাড়াও উল্লেখযোগ্য মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোর মধ্যে নিউইয়র্ক সিটির জ্যামাইকার আল আলাফা ইমলামিক সেন্টার ও আমেরিকা মুসলিম সেন্টার, ম্যানহাটানের মদিনা মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদ ও বাংলা বাজার জামে মসজিদ, জ্যাকসন হাইটসের ঈদ গাঁহ সহ সিটির অর্ধ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 
অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে। 

নিউজটি আপডেট করেছেন : Community TV

কমেন্ট বক্স
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ

পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ