নিউইয়র্ক , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ অধ্যাপক সিরাজুল হক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত বিনিময় নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশীর বাড়ীতে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু, আহত আরও ৪ জন ‘বাংলাদেশ সোসাইটি’র নতুন ট্রাস্টি বোর্ড গঠন মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয় পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব : অপু বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে রাজনৈতিক সংলাপ নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে মিয়ানমার ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক : আলোচনা হলো কী নিয়ে ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়াল ভারত গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে যা বললেন পরীমণি নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে : এএফপি চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগষ্ট নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড  ১৩ এপ্রিল : গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ

গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে যা বললেন পরীমণি

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ১০:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ১০:১৩:১২ অপরাহ্ন
গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে যা বললেন পরীমণি

কয়েকদিন অন্তর কোনো না কোনো কারণে সংবাদের শিরোনাম হন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। আর তা অবশ্যই তার ক্যারিয়ার নিয়ে নয়, বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে। ফলে তার ব্যক্তিগত জীবনও থাকে সমালোচনার মধ্যে।

এবার এক গুরুতর অভিযোগ এলো নায়িকার বিরুদ্ধে। বাসার গৃহকর্মীকে নাকি বেধরক মারধর করেন তিনি। ভুক্তভোগী সেই গৃহকর্মী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। আর বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন নায়িকা।

সম্প্রতি এক গণমাধ্যমকে নায়িকা দাবি করেন, ওই তরুণী তার গৃহকর্মী নয়। অসহায়ত্বের কথা বলে নাকি কাজের জন্য এসেছিল। কাজ করার সক্ষমতা না থাকায় মাসখানেক পর তাকে বেতন-বোনাসসহ বিদায় জানানো হয়েছে। শুধু তাই নয়, নায়িকা এও সন্দেহ প্রকাশ করে বলেন, ওই তরুণী একজন গুপ্তচর হয়ে থাকতে পারেন এবং তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।

পরীমণির কথায়, ‘মেয়েটা চাকরির জন্য এসেছিল। খুব কান্নাকাটি করলো। বলল বের করে দিয়েন না, যে কোনো কাজ করে দেব, আমার কেউ নেই, বাচ্চা নিয়ে না খেয়ে আছি। অন্তত একটা মাস থাকি। আমার দয়া হলো। কিন্তু সে ছিল প্রতিবন্ধী।’

পরীমণি বলেন, ‘ওর কাজ করার সক্ষমতা ছিল না। তবু আমি তাকে বললাম, কাজ করতে হবে না, আমার বাচ্চাদের সঙ্গে খেলবে।’

পরীমণি আরও বলেন, ‘ওর কর্মকাণ্ডে আমার সন্দেহ হলো। দুইদিন পর পর এ সমস্যা, সে সমস্যা, শুধু টাকা চায়। ভেবেছিলাম, এসেছে যখন একমাস থাকুক। পরে যার মাধ্যমে এসেছে, তাদের জানালাম। ওকে যখনই বিদায় হতে বললাম, কান্নাকাটি শুরু করলো। পরে ১ মাসের বেতন ২০ হাজার টাকা, ঈদের বোনাস, সালামি, নতুন কাপড় দিয়ে বিদায় হতে বললাম। ভারি কিছু তুলতে পারে না, আমার ছেলেকে কোলে নিতে পারে না। এক মাসও হয়নি, ব্ল্যাকমেইল শুরু করেছে।’

নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার সংসার চলে গৃহকর্মীদের ওপরে। তাদের সঙ্গেই আমার সবকিছু। আমি তাদের ‘আপনি’, ‘আন্টি’ ছাড়া কথা বলি না। এত বছর ঢাকা শহরে থাকি, আমার গৃহকর্মী, গাড়িচালক কাউকে বদলাতে হয়নি। কারো পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি। চার-পাঁচ দিনের জন্য একজন এসে অভিযোগ করা তো সন্দেহজনক। সে অসহায়ত্ব দেখালো বটে, কিন্তু সে খুব স্মার্ট। নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে। কারা ওকে আমার বাসায় পাঠিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। কার কার সঙ্গে ফোনে কথা বলতো, কাকে কাকে ছবি পাঠাতো এসব তদন্ত করলেই সব বেরিয়ে যাবে।’


নিউজটি আপডেট করেছেন : Community TV

কমেন্ট বক্স
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ

পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ