ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন আগেও কম ছিল না। অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে তার সম্পর্কের জল্পনা বেশ কয়েকবার শোনা গিয়েছিল। ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশিত হয়েছিল। আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের পোশাকে শামীমের কিছু ছবি ভাইরাল হওয়ার পর, ভক্তদের মনে সন্দেহ তৈরি হয়েছিল—আসলে অহনার পর তানিয়ার সঙ্গে সম্পর্কের কথাই সত্যি কি না।
পরে শামীম নিজেই এসব গুঞ্জনের ব্যাখ্যা দেন এবং জানান, এসব ছিল মজার উদ্দেশ্যে এবং বিয়ের পোস্টগুলো ছিল ভুয়া, কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে নেওয়া। তবুও অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা রয়ে যায়—শেষমেশ কার সঙ্গে সম্পর্কিত আছেন শামীম?
এদিকে, শুক্রবার শামীমের বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর আবারও ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করে। কিছুটা সময় পর তিনি নিজেই সামাজিক মাধ্যমে 'গট ম্যারিড' পোস্ট করে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন। প্রথমদিকে, শামীমের স্ত্রী সম্পর্কে কিছুই জানা যায়নি, তবে পরে দেখা যায়, তার স্ত্রীর নাম আফসানা প্রীতি। তিনি ফরিদপুরের মেয়ে এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার ফেসবুক প্রোফাইলে বিয়ের ছবি দেখা যায়।
এমনকি শামীমের আগের রসিকতা ও মজার আচরণ ভক্তদের বিশ্বাসে একটু কম্পন এনে দিয়েছে। তাই অনেকেই মন্তব্য করতে শুরু করেছেন, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও একটি নাটকের দৃশ্য?