বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক ও বর্ষীয়ান সাংবাদিক এবং ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য অধ্যাপক সিরাজুল হক গুরুতর অসুস্থ। তাকে আশংকাজনক অবস্থায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিউইয়র্কস্থ কুইন্স হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বিগত কয়েকবছর যাবত কিডনী সংক্রান্ত জটিল সমস্যার জন্য তাঁকে নিয়মিতভাবে (সপ্তাহে তিনদিন ) ডায়লেসিস নিতে হচ্ছে। তার দূত সুস্থতায় সবার দোয়া কামনা করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার নিয়ম মাফিক ডায়লেসিস শেষ করে বাসায় ফেরার পর হঠাৎ গুরুত্ব অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি কুইন্স হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আই সি ইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি বেশকিছু দিন ধরে জটিল রোগে আক্রান্ত এবং তাঁর অবস্থা এখনও অপরিবর্তীত বরে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
নিউইয়র্ক সিটির কুইন্সের হলিসে বসবাসকারী অধ্যাপক সিরাজুল হকের কন্যা সাঈদা আখতার রেজভীন এবং জামাতা কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দীন তাঁর রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন ।
এছাড়াও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য অধ্যাপক সিরাজুল হকের আশু রোগমুক্তি কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Community TV