নিউইয়র্ক , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ অধ্যাপক সিরাজুল হক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত বিনিময় নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশীর বাড়ীতে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু, আহত আরও ৪ জন ‘বাংলাদেশ সোসাইটি’র নতুন ট্রাস্টি বোর্ড গঠন মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জানা গেল শামীম হাসানের স্ত্রীর পরিচয় পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব : অপু বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে রাজনৈতিক সংলাপ নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদযাপিত প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে মিয়ানমার ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক : আলোচনা হলো কী নিয়ে ‘চিকেন নেক’ করিডরের নিরাপত্তা বাড়াল ভারত গৃহকর্মীকে মারধরের অভিযোগ নিয়ে যা বললেন পরীমণি নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে : এএফপি চলতি বছরের মুনা কনভেনশন ৮-১০ আগষ্ট নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড  ১৩ এপ্রিল : গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ
ড. দেলোয়ার হোসেন-কে বিশেষ সন্মাননা প্রদান

পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৯:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৯:৩৪:১৫ অপরাহ্ন
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ
বিশেষ প্রতিনিধি: নিউইয়র্কের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘ড্রামা সার্কল’। প্রতি বছরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪৩২ করেছে। এ উপলক্ষ্যে পহেলা বৈশাখ, সোমবার (১৪ এপ্রিল) উডসাইডের গুলশান ট্যারেসে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বিগত ৩০ বছর ধরেই পহেলা বৈশাখের দিনটাতেই বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে ড্রামা সার্কল। এবছরের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বৈশাখী সাজ, পান্তা ইলিশ ভোজ, শুভেচ্ছা বক্তব্য, সম্মানণা প্রদান আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে চলতি বছর বিশেষ সন্মাননা জানানো হয় ড্রামা সার্কলের অন্যতম উপদেষ্টা, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ও বিশিষ্টজন ড. দেলোয়ার হোসেন-কে। বিগত বছরগুলোর মতো এবছরও বর্ষবরণ অনুষ্ঠানে রং বে রং এর পোশাকে শতশত অতিথির পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, সংস্কৃতিজন এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ফলে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে। অনুষ্ঠানস্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। 
অনুষ্ঠানের দিন বিকেল থেকেই মানুষের ঢল নামতে থাকে অনুষ্ঠানস্থলে। পূর্ব নির্ধাঠিত সন্ধ্যা সাতটা থেকেই অতিথিদের পান্তা ইলিশ দিয়ে আপ্যায়ন করা হয়, যা চলে রাত আটটা পর্যন্ত। এবারের পান্তা ইলিশ পর্বটি উদ্বোধন করেন ড্রামা সার্কল এর প্রতিষ্ঠাকালীন সভানেত্রী ও বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক-এর প্রাক্তন সভাপতি নার্গিস আহমেদ।
এরপর রাত আটটায় মূলমঞ্চে শুরু হয় শুভেচ্ছা পর্ব এবং বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। ড্রামা সার্কল এর সভাপতি আবীর আলমগীর এর সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্গিস আহমেদ। পরবর্তীতে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি ও  সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক নিউইয়র্ক সময় সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু ও বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, ‘উৎসব গ্রুপ’-এর কর্ণধার রায়হান জামান, ‘রুনিজ ডিজায়্যার’ এর রোজিনা আহমেদ রুনি প্রমুখ। 
শুভেচ্ছা পর্বের পর আদিবা জহির এর সঞ্চালনায় শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বের শুরুতেই ড্রামা সার্কলের শিল্পীরা পরিবেশন করে উদ্বোধনী বৈশাখী সংগীত। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী, জাফরিন আবেদীন, লেমন চৌধুরী, কান্তা আলমগীর ও ফারহানা তুলি অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে সঙ্গীত পরিবেশন করে হোসেন জব্বার শৈবাল ও ফারজানা মমো। অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বে নৃত্য পরিবেশন করে নীলা ড্যান্স একাডেমি ও অন্তরা সাহা নৃত্য দলের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন ডা. ফারুক আজম। যন্ত্র সঙ্গীতে ছিলোন কীবোর্ডে মাসুদ রহমান, অক্টোপ্যাডে তুষার রঞ্জন এবং বেজ গীটারে আকাশ আহসান।
এদিকে চলতি বছর বিশেষ সন্মাননা জানানো হয় ড্রামা সার্কলের উপদেষ্টা, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ও বিশিষ্টজন ড. দেলোয়ার হোসেন-কে। কমিউনিটি বিনির্মানে এবং ড্রামা সার্কল এর দীর্ঘ দিনের বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ড. দেলোয়ার হোসন এবং তার সহধর্মিণী ডা. দিলরুবা হোসেন-কে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। আরো উল্লেখ্য, ২০১৯ সালে ড্রামা সার্কল ৩৩ তম ফোবানা সম্মেলন আয়োজন করে নিউইয়র্কের লং আইল্যান্ড এর বিখ্যাত নাসাউ কলিসিয়ামে, এমন একটি বিশ্বখ্যাত ভেন্যুতে একটি সফল সম্মেলন আয়োজন করার পেছনে ডঃ দেলোয়ার হোসেন বিশেষ ভুমিকা পালন সহ বিশেষ পৃষ্ঠপোষকতা করেন। এছাড়াও অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও ‘শ্রেষ্ঠ বৈশাখী সাজ’র জন্য দু’জনকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সাজের এই নির্বাচনের দায়িত্ব পালন করেন ‘দি বিউটিফুল লেডিস অফ ইউএসএ’র এডমিন সিলভি এবং নাদিয়া।
এবারের পুরো অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিলো ‘উৎসব গ্রুপ’-এর কর্ণধার রায়হান জামান। ইলিশ মাছ দিয়ে সহযোগিতা করেছে ‘সাগর ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিওও শাহাব উদ্দিন সাগর এবং চেয়ারম্যান শামসুন্নাহার নিম্মি। অনুষ্ঠানের আরও স্পন্সর ছিলো এফএমএস গ্রুপের কর্ণধার হোসেন জব্বার শৈবাল ও সায়মা জব্বার। অন্যতম স্পন্সর ছিলো মীনা ফুডস-এর রিফাতি ফারুক এবং কোয়েল। এবারের সকলের বৈশাখী পোষাক ডিজাইন করেন ‘রুনিজ ডিজায়্যার’ এর রোজিনা আহমেদ রুনি। এজন্য সংশ্লিস্ট সকলকে ড্রামা সার্কল-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। 
অনুষ্ঠানের এক পর্যায়ে ড্রামা সার্কল’র সভাপতি আবীর আলমগীর জানান যে, আগামী বছর থেকে ড্রামা সার্কল-এর পক্ষ থেকে এভাবে আর পহেলা বৈশাখে বংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। কেননা, পৃষ্ঠপোষকরা যদি পৃষ্ঠপোষকতা না করেন, কথা দিয়ে যদি কথা না রাখেন তাহলে আমাদের পক্ষে এতো ব্যয়বহুল অনুষ্ঠান আয়োজন অসম্ভব। তিনি বলেন, অঅমরা তো ৩০ বছর করলাম, আর কত? আবীর আলমগীরের এই বক্তব্যের পর নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদকগণ তাদের বক্তব্যে প্রয়োজনে মিডিয়ার পক্ষ থেকে এমন অনুষ্ঠান আয়োজনে ড্রামা সার্কল-কে সার্বিক সহযোগিতা করার কথা জানান। ‘সাগর ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান শাহাব উদ্দিন সাগর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ড্রামা সার্কল-কে প্রতি বছর অনুষ্ঠানের জন্য ইলিশ মাছ দেয়ার ঘোষণা দেন।  
নার্গিস আহমেদ তার বক্তব্যে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সফল করায় সংশ্রিস্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলা শিল্প সংস্কৃতি আমাদের মনে প্রাণে। সম্মিরিতভাবে এই প্রবাসে আমাদের জন্মভূমির সংষ্কৃতি লালন-পালন করতে হবে। নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে হবে। 
অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, ফার্মাসিস্ট মোস্তাক আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ আরো আনেকেই উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Community TV

কমেন্ট বক্স
পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ

পহেলা বৈশাখে ড্রামা সার্কল’র বর্ণাঢ্য বর্ষবরণ